ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে পোশাক কারখানায় আগুন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টঙ্গীতে পোশাক কারখানায় আগুন ছবি: প্রতীকী

গাজীপুর: জেলার টঙ্গীতে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।



শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার সিজন ড্রেসেস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. সেলিম মিয়া বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন জানান, কারখানাটির মেডিক্যাল সেন্টার থেকে ওই আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান আক্তারুজ্জামান লিটন।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।