ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় অপহৃত নারী উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
মাগুরায় অপহৃত নারী উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা শহরের পারলা এলাকা থেকে অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী তিন যুবককে গ্রেফতার করা হয়।



বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে তাদের গেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাবিবুর রহমান বিশ্বাসের ছেলে আল মামুন বিশ্বাস (১৮), লুৎফর বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস (১৮) ও মোয়াজ্জেম মোল্যার ছেলে শিমু মোল্যা (২০)। এদের সবার বাড়ি মাগুরা সদরের পারলা এলাকায়।  

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) রোকসানা খাতুন জানান, সম্প্রতি পাল্লা গ্রামের এক নারী অপহরণের অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে তিন যুবককে গ্রেফতার করে। এ সময় অপহৃত ওই নারীকেও উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।