ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ টপি সরকার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
টপি সরকার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর গ্রামের আব্দুল কাদের সরকারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার (১৫অক্টোবার) দিবাগত রাতে ধুনট উপজেলার জোড়শিমুল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, টপি সরকার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে বগুড়া শহর থেকে গাঁজা কিনে তিনি নিজ বাড়ি ফিরছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে এ সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় টপি সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ