ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগরীর সিএন্ডবি রোডের ফরাজী ওয়ার্কশপের সামনে পিকআপভ্যানের ধাক্কায় মঈন ইদ্রিস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

মঈন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার সাহেবেরহাটের সিংহেরকাঠী এলাকার বাসিন্দা সুলতান আহম্মেদ হাওলাদারের ছেলে। তিনি বরিশাল বিদ্যুৎবিভাগের ঠিকাদারদের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান বাংলানিউজকে জানান, রাস্তা পারাপারের সময় একটি পিকআপভ্যান মঈন ইদ্রিস নামে ওই যুবককে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পিকআপ ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, মঈন ইদ্রিসকে জরুরি বিভাগে আনা হলে সকাল পৌনে ১০ টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।