রাজশাহী : রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে সুমনা(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার( ১৬ অক্টোবর) ভোরে মহানগরীর মতিহার থানার ডাশমারী মধ্যপাড়ার এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুমনা ডাশমারী মধ্যপাড়ার এলাকা রজব আলী ও মনোয়ারা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিখোঁজ হয় শিশুটি। পরে শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে মতিহার থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএস/পিসি