ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
মেহেন্দিগঞ্জে আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

বরিশাল: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ থেকে আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে এসব জাল জব্দ করা হয়েছে।

পরে শুক্রবার সকাল ১০টায় সেগুলো উলানিয়া বাজারের কাছে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. মাহফুজ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ভোলার দৌলতখানগামী ফারহান-২ লঞ্চে নিষিদ্ধ কারেন্ট জাল আনা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে ওই লঞ্চে অভিযান চালানো হয়।

এ সময় ওই লঞ্চ থেকে আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।