গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গোবিন্দগঞ্জ পৌর এলাকার পবনপুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে নদীতে ওই বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে স্থানীয়রা। বৃদ্ধের গায়ে শার্ট ও পড়নে লুঙ্গি ছিল।
তিনি আরো জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ