ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বেড়েই চলেছে শাক-সবজির দাম

ফররুখ বাবু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বেড়েই চলেছে শাক-সবজির দাম ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কাঁচাবাজারে বেড়েই চলেছে শাক-সবজির দাম। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে এসব খাদ্যপণ্য কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।



শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সরেজমিনে রাজধানীর মুগদা বাজার, মালিবাগ বাজার, গুদারাঘাট বাজার ও কারওয়ান বাজার ঘুরে শাক-সবজির দাম বাড়ার বিষয়টি চোখে পড়ে।

টানা দুই সপ্তাহ এসব খাদ্যপণ্যে দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। শীতের নতুন সবজি বাজারে না আসাই এ দাম বৃদ্ধির কারণ বলে দাবি বিক্রেতাদের।

এদিকে, মুগদা,  মালিবাগ ও গুদারাঘাট বাজারে বেশিরভাগ সবজি একই দরে বিক্রি হলেও কিছু কিছু পণ্যের দরে হেরফের দেখা গেছে।

এসব বাজারে কেজি প্রতি শশা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গত সপ্তাহে এর দাম ছিল কেজি প্রতি ৪০ টাকা। এছাড়া, টমেটো, বেগুন ও কচুরমুখীর দামও ১০ টাকা করে বেড়েছে। শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে টমেটো কেজি প্রতি ১২০ টাকা করে, বেগুন ৯০ টাকা ও কচুরমুখী ৬০ টাকা করে বিক্রি হতে দেখা যায়। কাঁচা পেঁপে ও লাউ প্রতিটা যথাক্রমে ৩৫ টাকা ও ৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

সিংহভাগ সবজির দাম বাড়লেও বরবটির দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা কমে শুক্রবার এটি কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, বিভিন্ন বাজারে বিভিন্ন দরে বিক্রি হচ্ছে করলা। আর অস্থিরতা বিরাজ করছে কাঁচামরিচের দামে। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা যায়, করলার দাম কেজি প্রতি ৭০ থেকে ১২০ টাকা করে হাঁকা হচ্ছে। আর কাঁচামরিচ দুই সপ্তাহ আগে কেজি প্রতি ১৬০-১৮০ টাকা দরে বিক্রি হলেও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিক্রি হয় ২৪০ টাকায়। আর শুক্রবার এর দাম ২০০ টাকায় নেমেছে।

করলার দামে হেরফের প্রসঙ্গে বিক্রেতারা বলছেন, বিভিন্ন জাতের করলা রয়েছে। জাত অনুযায়ী দামের হেরফের হচ্ছে।

সবজির দাম প্রতি সপ্তাহে কেন বাড়ছে জানতে চাইলে একাধিক বিক্রেতা বাংলানিউজকে বলেন, বন্যার কারণে শীতের অনেক সবজি নষ্ট হয়ে গেছে। নতুনভাবে গাছ লাগিয়েছে কৃষক। তবে সে পণ্য এখনও বাজারে আসেনি। আগামী সপ্তাহে সবজির দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা।

সবজির পাশাপাশি শাকের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। প্রতি আঁটি লাউ শাক শুক্রবার ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহের এর দর ছিল ৩০ টাকা। পুঁই শাক গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেশি দরে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে পালং শাকের দাম। রাজধানীর বাজারে এটি প্রতি আঁটি ৩০ টাকা করে বিক্রি হতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এফবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।