ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রম কর্মকর্তা আমিনু‍লের বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
শ্রম কর্মকর্তা আমিনু‍লের বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গার্মেন্টস মালিকদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েও ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন না দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকার যুগ্ম শ্রম পরিচালক মো. আমিনুল হকের বিরুদ্ধে।
 
শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিকরা এ অভিযোগ করেন।



সংবাদ সম্মেলনের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি ফেডারেশন। এতে শতাধিক গার্মেন্টস শ্রমিক অংশ নেন।
 
গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, জিএসপি সুবিধা অব্যাহত রাখার জন্য বিভিন্ন গার্মেন্ট প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতি দিয়েছে সরকার। ২০১০ থেকে ৭ অক্টোবর ২০১৫ পর্যন্ত ৩২৫টি ইউনিয়নের রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। কিন্তু একই সময়ে ইউনিয়নের রেজিস্ট্রেশনের জন্য দাখিল করা ১৪৮টি প্রতিষ্ঠানের আবেদন বাতিল করা হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে প্রত্যাখান হয়েছে ৪৮ টি আবেদন।
 
তিনি বলেন, ঢাকা বিভাগের যুগ্ম শ্রম পরিচালক তথা রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস হিসেবে মো. আমিনুল হক যোগদানের পর রেজিস্ট্রেশন প্রাপ্তির হার আশঙ্কাজনকহারে কমেছে। তিনি বে-আইনি ও অযৌক্তিক কারণ প্রদর্শন করে রেজিস্ট্রেশন আবেদন প্রত্যাখান করছেন। আমিনুল হক মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে তার কর্মকর্তাদের মাধ্যমে মোটা অংকের অর্থ প্রাপ্তির বিনিময়ে ইউনিয়নের রেজিস্ট্রেশন আবেদন নাকচ করেন।
 
স্মৃতি আক্তার বলেন, দি ঢাকা ডাইং লিমিটেডের ইউনিয়নের রেজিস্ট্রেশন আবেদন প্রত্যাখ্যানের জন্য গত ২৭ জুলাই সহকারী পরিচারক সাইকুল ইসলাম আমাকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের প্রস্তাব দেন। সাইফুল ইসলাম আমাদের জানান যে, তিনি আমিনুল হকের পরামর্শে ওই অর্থ প্রদানের প্রস্তাব করেন।
 
এ বিষয়ে জানতে আমিনুল হকের মোবাইলে ফোন করা হলে প্রথমে কল ওয়েটিং পাওয়া যায়। এক মিনিটের মাথায় আরো তিনবার ফোন করা হলেও তিনি এ প্রতিবেদকের ফোন রিসিভ করেননি।
 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল হাসান, আয়োজক সংগঠনের অর্থ সম্পাদক মো. কাওসার, জাতীয় গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন প্রমুখ।
 
বক্তারা বলেন, ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রদত্ত জিএসপি সুবিধা স্থগিত করেছে। যার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শ্রমিকদের সংগঠিত করার এবং ট্রেড ইউনিয়ন করার অধিকারকে বাধাগ্রস্থ করা। কিন্তু দেখা যাচ্ছে যে, ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে একদিকে শ্রমিকদেরকে তাদের আইনানুগ অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং অপরদিকে জিএসপি সুবিধা ফেরত পাওয়ার বিষয়টি অনিশ্চিত করে তোলা হচ্ছে। তাই অবিলম্বে সকল ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন প্রাদন করতে হবে। বিষয়টি বিবেচনার জন্য বক্তারা শ্রমমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।