রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে পড়ে সেলিম মিয়া (২০) নামে নিখোঁজ এক নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার গঙ্গানগর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সেলিম মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার রতনপুর গ্রামের মোজাম্মেল হক ছফু মিয়ার ছেলে। তিনি গঙ্গানগড়-ইছাখালী শীতলক্ষ্যা সেতুতে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে কাজের সময় সেলিম মিয়া শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন।
শুক্রবার বেলা ১১টার দিকে সেলিম মিয়ার মৃতদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ