ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড ও মিরপুরের রূপনগর এলাকায় পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঘটনা দুটি ঘটে।



জানা গেছে, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের ১০তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এনামুল হক (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই ওয়াচকলনি বাংলানিউজকে জানান, সকালে হোসনি দালান এলাকার ১০তলা ভবনের তৃতীয় তলায় আমরা কয়েকজন নির্মাণ কাজ করছিলাম। হঠাৎ এনামুল নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনামুল গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায়। তার বাবার নাম মন্ডল মিয়া।
 
এদিকে রাজধানীর মিরপুর রূপনগরের একটি ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ওরফে সুজাত (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে রূপনগর এলাকায় গুর‍ুর হাট সংলগ্ন প্রিন্টেক সলিউশন ওয়ার্কশপে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাসেল পাবনার সাথিয়া থানার শাহজাহান মিয়ার ছেলে।

এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান,  দুই জনের মরদেহ ময়না তদন্তের জন্য  ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এজেডএস/জেডএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।