পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদীর এনায়েত খান সেতু এলাকা থেকে জনি (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
জনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানান তার বাবা মানিক মিয়া।
ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে জনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে পোনা নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএ