ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শাহবাগে বাসের ধাক্কায় তরুণ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
শাহবাগে বাসের ধাক্কায় তরুণ নিহত ছবি: পাঠকের পাঠানো/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় আরমান (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শাহবাগের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের উল্টোপাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতের চাচা নুর নবী বাংলানিউজকে জানান, আরমান নোয়াখালী কোম্পানিগঞ্জের নুরুল হুদার ছেলে। তিনি বায়তুল মোকাররমের সামনের একটি টুপির দোকানে চাকরি করতেন এবং দোকানেই থাকতেন।

ঘটনাস্থলে ডিউটিরত আনসার সদস্য দেওয়ান আলী বাংলানিউজকে জানান, সড়কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী এটিসিএল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন আরমান। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে বলেও জানান তিনি।

শাহবাগ থানার ডিউটি অফিসার মামুন ফরাজি জানান, এ ঘটনায় বাস ও বাসের এক কর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা,অক্টোবর ১৬, ২০১৫
এজেডএস/জেডএফ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।