ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রুমা সীমান্তে সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
রুমা সীমান্তে সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানের রুমা সীমান্ত এলাকা থেকে দু’টি রাইফেল, ২২২ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  
 
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার ভারত সীমান্তবর্তী সেপ্রুপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

 
 
এর আগে, রাতে বান্দরবানে নিখোঁজ স্থানীয় গাইডসহ দুই পর্যটককে উদ্ধারে ভারত সীমান্তবর্তী ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে।  
 
সেনাবাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সীমান্তের ওই এলাকায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় তাদের সঙ্গে সেনা সদস্যদের প্রায় ২০০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তবে এ সময় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সেনা সূত্র।  
 
এদিকে, দুপুরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি মার্ক-২ রাইফেল, ৭টি রাইফেলের ম্যাগজিন, ২২২ রাউন্ড তাজা গুলি, ১টি এক্সপ্লোসিভ গ্রেনেড, ১টি রাইফেল গ্রেনেড, ১টি ওয়াকিটকি, ২টি ধারালো ছুরি, ২টি রাইফেল ম্যাগজিন পৌচ, ১টি এলএমজি ম্যাগজিন পৌচ, ১ সেট কম্বেট পোষাক, ১টি কম্বেট ক্যাপ, ১টি হ্যামক, ১টি হ্যাভার সেক ও কিছু নথিপত্র।  
 
এছাড়া নিখোঁজ পর্যটক আবদুল্লাহ আল জুবায়েরের একটি পরিচয়পত্রও সেখানে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুই পর্যটক ও তাদের গাইডকে এই সন্ত্রাসীরাই অপহরণ করেছে।  
 
বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, বান্দরবানের সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সন্ত্রাস দমন অভিযান চলছে। অভিযানে সন্ত্রাসী আস্তানা থেকে হ্যান্ড গ্রেনেডসহ অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫/আপডেটেড:১৮০০ 
আরএ/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।