সিলেট: সরকারি ছুটির দিন শুক্রবার (১৬ অক্টোবর) সিলেটে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।
বেলা ১১টার পর থেকে নগরীর বিভিন্ন সড়কে এ যানজট সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে সবাই এক সঙ্গে বের হলে নগরীর টিলাগড়, শিবগঞ্জ, মীরাবাজার, জিন্দাবাজার, টিবি গেইট, হাউজিং এস্টেট, সুবিদবাজারসহ নগরীর প্রায় সবকটি ব্যস্ততম সড়কে যানজটের সৃষ্টি হয়।
এসময় তীব্র গরম ও যানজটের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে ট্রাফিক পুলিশসহ বিভিন্ন সেচ্ছাসেবকদের প্রচেষ্টায় দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়।
জিন্দাবাজার পয়েন্টে দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট বাংলানিউজকে জানান, নিয়োগ পরীক্ষার কারণে নগরীর বাহিরের বিভিন্ন উপজেলা থেকে অনেক যানবাহন নগরীতে এসেছে। হঠাৎ করে এত বেশি গাড়ি প্রবেশ করায় নগরীতে এ যানজটের সৃষ্ঠি হয়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এএএন/বিএস