ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
খিলগাঁওয়ে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নূর আলম (১৭) নামে ওই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে ভোরে বাসের ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

নিহত নূর গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা। তার বাবার নাম মো. আলী। তিনি গাইবান্ধা ও ঢাকা-সায়দাবাদ সড়কের সোহেল পরিবহনের হেলপার ছিলেন।

খিলগাঁও সুবজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র দেবনাথ বাংলানিউজকে জানান, আনুমানিক ভোর ৬টার দিকে খিলগাঁও ফ্লাইওভার বাসাবোর ঢালে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে যান নূর আলম। ধারণা করা হচ্ছে রাতে তিনি ওই বাসের ছাদে ঘুমিয়ে ছিলেন।

ঢামেকে নেওয়া হলে নিহতের মামাতো ভাই মুমিনুল ইসলাম মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এজেডএস/জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।