ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বগুড়ায় বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উদযাপন ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টসের (বিএসএ) উদ্যোগে ১৬৯তম বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়া জিলা স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।



শোভাযাত্রাটি শহরের কবি নজরুল ইসলাম সড়ক হয়ে নবাববাড়ী সড়ক প্রদক্ষিণ করে বগুড়া বিএমএ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংগঠনের জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএসএ’র জেলা সহ-সভাপতি ডা. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ডা. নিতাই চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক ডা. লায়েল, ডা. কোষাধ্যক্ষ ডা. আনোয়ারুল ইসলাম, ডা. এটিএম নুরুজ্জামান, ডা. মনিরুল ইসলাম রুমি, ডা. মোস্তফা কামাল স্বপন, ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুর রশিদ, ডা. রওশন আলী, ডা. সালেক, ডা. পঙ্কজ কুমার পোদ্দার, ডা. কাজল, ডা. নয়ন, ডা. মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমবিএইচ/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।