ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের সঙ্গে শত্রুতার জেরে মামুন মিয়া (২৩) নামে ছোট ভাইয়ের দুই কান কেটে দিয়েছে প্রতিপক্ষরা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার কাছাইট গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মামুন কাছাইট গ্রামের শহিদ মিয়ার ছেলে।
মামুনের পরিবারের সদস্যরা জানায়, প্রায় ছয় মাস আগে কাছাইট গ্রামের এক দোকানির সঙ্গে একই গ্রামের সাঈদের মোবাইল ফোনের ব্যাটারি হারানো নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় পাশের দোকানে বসে থাকা মামুনের বড় ভাই হুমায়ুন সাঈদকে নিবৃত করার চেষ্টা করেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সাঈদ দলবল নিয়ে হুমায়ুন ও তার পরিবারের সদস্যদের মারধর করে।
এ ঘটনার পর উভয়পক্ষ মামলা দায়ের করে। সাঈদের দায়ের করা মামলায় হুমায়ুনের পরিবারের কয়েকজন সদস্য কিছুদিন কারাভোগ করেন।
কারাগার থেকে বের হওয়ার পর হুমায়ুনের ওপর প্রতিশোধ নিতে শুক্রবার সকালে তার ছোট ভাই মামুনের ওপর হামলা চালায়। এ সময় সাঈদ ও তার কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র দিয়ে মামুনের দুই কান কেটে দেয়। খবর পেয়ে মামুনের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, বিষয়টি শুনেছি। তবে, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমজেড