নীলফামারী: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খাদ্য বিভাগের যৌথভাবে এর আয়োজন করে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেন, আরডিআরএস নীলফামারীর কৃষি বিষয়ক কর্মকর্তা দিলিপ কুমার রায় বক্তব্য রাখেন।
এর আগে এ বছরের প্রতিপাদ্য ‘গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি’ সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে একটি শোভাযাত্রায় অংশ নেয় কৃষক আয়োজক সংগঠন ও আরডিআরএস’র প্রতিনিধিরা।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এটি