সাভার (ঢাকা): অবৈধ মাল্টিপারপাস ব্যবসার মাধ্যমে গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছেন এক মাল্টিপারপাস ব্যবসায়ী। গ্রাহকরা তাদের জমাকৃত অর্থ ফিরে পেতে ওই ব্যবসায়ীর বাসভবন ঘেরাও করে রেখেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর থেকে গ্রাহকরা সাভারের জামসিং এলাকায় ওই প্রতারক ব্যবসায়ীর বাসভবন ঘেরাও করে রাখে।
গ্রাহক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজধানীর ফার্মগেট এলাকায় একতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড গত কয়েক বছর ধরে ফার্মগেট এলাকায় কয়েকশ’ গ্রাহককে ডিপিএস করিয়েছে। গ্রাহকরা অতিরিক্ত লাভের আশায় প্রত্যেক মাসে ডিপিএসএ কিস্তি হিসেবে কয়েক লাখ টাকা জমা দিয়েছেন।
সম্প্রতি মাল্টিপারপাস কোম্পানিটির মালিক জাহাঙ্গীর গ্রাহকদের জমানো কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে দিয়ে উধাও হয়ে যান।
এ খবর জানতে পেরে শুক্রবার দুপুর থেকে কয়েকশ’ গ্রাহক জমাকৃত টাকা ফেরতের দাবিতে জাহাঙ্গীরের বাসা ঘেরাও করে রাখেন। জমাকৃত টাকা ফিরে না পাওয়া পর্যন্ত জাহাঙ্গীরের বাসভবন ঘেরাও করে রাখবেন বলেও জানান গ্রাহকরা।
এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও সাভার থানা সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এইচএন/এমজেএফ/