নাটোর: আসন্ন শারদীয় দুর্গোৎসবে পেশাজীবী ব্যক্তিদের তিন দিনের ছুটির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার ব্যানারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-সংগঠনটির সভাপতি পরিতোষ অধিকারী, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার, জজ কোর্টের আইনজীবী ভাস্কর বাগচী, আত্মচেতনা জাগ্রত সংঘের সভাপতি সুবোল কুমার দাস প্রমুখ।
বক্তারা দুর্গোৎসবে তিন দিনের ছুটি ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই