ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শারদীয় দুর্গোৎসবে তিন দিনের ছুটি দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
শারদীয় দুর্গোৎসবে তিন দিনের ছুটি দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: আসন্ন শারদীয় দুর্গোৎসবে পেশাজীবী ব্যক্তিদের তিন দিনের ছুটির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (‍১৬ অক্টোবর) দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার ব্যানারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।



মানববন্ধনে বক্তব্য রাখেন-সংগঠনটির সভাপতি পরিতোষ অধিকারী, সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার, জজ কোর্টের আইনজীবী ভাস্কর বাগচী, আত্মচেতনা জাগ্রত সংঘের সভাপতি সুবোল কুমার দাস প্রমুখ।

বক্তারা দুর্গোৎসবে তিন দিনের ছুটি ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।