চুয়াডাঙ্গা: ‘গ্রামীণ দারিদ্র বিমোচনে ও সামাজিক সুরক্ষায় কৃষি’ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুসের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক সায়মা ইউনুস, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নির্মল কুমার দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ ও সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআর