বগুড়া: নারী, বিশ্ব খাদ্য ও দারিদ্র্য নিরসণ দিবস-২০১৫ উপলক্ষে বগুড়ায় মানববন্ধন ও আলোচনাসভা হয়েছে। নারী কৃষকের অবদানে, সোনার ফসল উঠলো ঘরে -প্রতিপাদ্য সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় প্রোগ্রাম ফর ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট পেসড’র উদ্যোগে শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
পেসড’র নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিতার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আজাদ তালুকদার, শেখ মো. আবু হাসানাত, আব্দুল খালেক, হেফাজত আরা মিতা, কানিজ রেজা, আবু বকর সিদ্দিক, সুমি, শাপলা, রিক্তা, ইতি, সাফিয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামীণ নারীরা প্রায় সবাই কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত। প্রতিনিয়ত কৃষকের পাশাপাশি নারী কৃষকরা খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন, বীজ সংরক্ষণ ও বাজার বিপণনসহ দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ মজুরি পাওয়ার ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
দেশের সুষম উন্নয়নে এ বৈষম্য দূর করার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমবিএইচ/জেডএস