ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় বিতর্ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ভোলায় বিতর্ক কর্মশালা

ভোলা: ভোলা ও বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা ডিবেটিং সোসাইটি ও ডিবেট ওয়ারিয়ার্স’র আয়োজনে শুক্রবার (১৬ অক্টোবর) শহরের সদর রোডের হোটেল ক্রিস্টাল ইন’র হল রুমে দিনব্যাপী `ফান ডিবেট প্রিমিয়ার লীগ-২০১৫’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



ভোলা ডিবেট সোসাইটির সভাপতি জুলকার নাঈমের সঞ্চলনায় বাংলাদেশ ডিবেট সোসাইটির সভাপতি আল মামুন রাসেল ও ডিবেট ওয়ারিয়ার্স’র সভাপতি এম এ নাহিয়ান শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিতর্কের যুক্তি উপস্থাপন, যুক্তি খণ্ডন, স্ক্রিপ্ট তৈরি, শব্দচয়ন, উচ্চারণ, প্রক্ষেপণ ও বিতর্কের বিভিন্ন কলা-কৌশল বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

পরে বরিশাল বিভাগে ভোলা ডিবেটিং সোসাইটিকে সেরা ডিবেটিং ক্লাবের ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ কর্মশালায় ভোলা ও বরিশালের ১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।