ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ফরিদপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ ৭৫ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালঙ্কারসহ তিন ‍লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।



শুক্রবার (১৬ অক্টোবর) ভোরের দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামে শিক্ষক আমীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আমীর হোসেন নগরকান্দার কাইচাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ডাকাতির সময় তিনি বাড়িতে ছিলেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলগী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ভোরের দিকে ৮/১০ জনের একদল ডাকাত ওই বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে ওই শিক্ষকের স্ত্রীসহ বাড়ির লোকদের জিম্মি করে নগদ ৭৫ হাজার টাকা, চার ভরি স্বার্ণালংকারসহ আনুমানিক তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।