টাঙ্গাইল: ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুরে বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হলেন ওসমান (৪৫)। অন্য জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আসাদ মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক বেলা সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নিহত দু’জনের মধ্যে একজনের মরদেহ স্থানীয় হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। অন্য জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫ (আপডেট: ১৭২৩ ঘণ্টা)
আরআই/টিআই