নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে অগ্নিকাণ্ডে দোকানসহ ১৪টি ঘর পুড়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ইয়াসিন (২১) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, পেট্রোল-ডিজেল, খাবার হোটেল, মুদির দোকানসহ ১৪ ঘর পুড়ে গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমজেড