ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
ফরিদপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু শারমিন আক্তার

ফরিদপুর: ফরিদপুরে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।



নিহত শারমিন আক্তার সাদীপুর গ্রামের আব্দুল কাদের খানের মেয়ে। চার বছর আগে শহরের কমলাপুর এলাকার বক্কার মিয়ার ছেলে রবিউল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। রাফি নামে আড়াই বছর বয়সী এক ছেলে রয়েছে তাদের সংসারে।

এদিকে, যৌতুকের দাবিতে শারমিনকে অমানুষিক নির্যাতনের পর তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন শারমিনের পরিবারের লোকজন। এ বিষয়ে তার চাচা আবু রব খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে শারমিনের শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায় অসুস্থ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা হাসপাতালে গেলে ওই পক্ষের কাউকেই পাওয়া যায়নি। গুরুতর অবস্থায় তারা শারমিনকে রেখে পালিয়ে যান বলেও অভিযোগ করেন তিনি।

পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শারমিনের মৃত্যু হয়। তার ভাই শহীদ খান জানান, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ ব্যাপারে শারমিনের স্বামী বক্কার মিয়াসহ তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) এনছার আলী জানান, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।