বরগুনা: বাংলাদেশ মহিলা পরিষদের বরগুনা জেলা কমিটির চতুর্থ বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বরগুনা সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।
সম্মেলনে নাজমা বেগমকে সভাপতি ও খাদিজা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
বরগুনা জেলা মহিলা পরিষদের নতুন সভাপতি নাজমা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রাখি দাস পুরকায়স্থ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নারী নেত্রী উম্মে সালমা, রেহেনা ইউসুফ, পুষ্প মুখার্জি প্রমুখ।
সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন-বরগুনা পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মো. শাহজাহান, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার, সুশাসনের জন্য নাগরিকের (সনাক) সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, সামাজিক প্রতিরোধ কমিটির সভাপতি সুখরঞ্জন শীল ও কমিউনিটি লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন লুৎফুন্নাহার বকুল।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই