ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৪ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৪ জনের জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলে সহায়তার দায়ে দুই শিক্ষকসহ চার জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ জরিমানার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম মমিন।



দণ্ডপ্রাপ্তরা হলেন, আদিতমারী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের মেয়ে পরীক্ষার্থী মার্ছিয়া সুলতানা বন্যা, আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও জাহাঙ্গীর হোসেন এবং ওই বিদ্যালয়ের এমএলএসএস মজিবর রহমান।

সূত্র জানায়, সকালে নিজ বাড়ির প্রাচীর ঘেঁষা কান্তেশ্বর বর্মন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ৩নং কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন মার্ছিয়া সুলতানা বন্যা।

পরীক্ষা শুরুর কিছু সময় পর তার সঙ্গে রাখা মোবাইলে ফোনে পাঠানো উত্তর দেখে লিখতে শুরু করেন তিনি।

এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট টি এম মমিন তাকে আটক করেন।

পরে ওই পরীক্ষার্থী এবং তাকে সহায়তার অপরাধে কক্ষের দায়িত্বরত দুই শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও জাহাঙ্গীর হোসেন এবং এমএলএসএস মজিবর রহমানকে আটক করা হয়।

এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে দুইশ টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম মমিন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।