গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট অব বাংলাদেশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট অব বাংলাদেশ’র কমিটির সভাপতি প্রকৌশলী মো. কবির আহম্মেদ ভূঁইয়ার নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এতে ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, সহ-সভাপতি প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ, মো. নুরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই