ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরবন রক্ষা অভিযাত্রায় খুলনায় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
সুন্দরবন রক্ষা অভিযাত্রায় খুলনায় সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সুন্দরবন বিধ্বংসী অপতৎপরতা বন্ধ করে সুন্দরবন রক্ষার দাবিতে খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিপিবি ও বাসদের উদ্যোগে সুন্দরবন রক্ষা অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় শহীদ হাদিস পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন দক্ষিণাঞ্চলের মানুষের প্র্রাকৃতিক রক্ষা বর্ম। এটা রক্ষা করতে হবে। সুন্দরবন নিজের বুক পেতে দিয়ে অতীতে আইলা-সিডর থেকে এ অঞ্চলের মানুষকে বাঁচিয়েছে, তাই এটা রক্ষা করতে হবে।

বক্তারা, সুন্দরবন রক্ষায় নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ মংলা ঘষিয়াখালীসহ সব নৌ-চ্যানেল ফের চালুর দাবি জানান।

কমিউনিস্ট পার্টি খুলনা জেলা কমিটির সভাপতি ডা. মনোজ দাসের সভাপতিত্বে ছাত্র নেতা জনার্ধন দত্ত নান্টুর পরিচালনায় শহীদ হাদিস পার্কের সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর নেতা কমরেড মঞ্জুরুল আহসান খান, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, সিপিবি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড এসএ রশিদ, সিপিবির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহেল কাফী রতন, জলি তালুকদার, বাসদ নেতা ওয়াজেদ পারভেজ, নিখিল দাস, সিপিবি খুলনা নগর কমিটির সভাপতি এইচ,এম শাহাদৎ, নগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, ছাত্র নেতা মৈত্রী ঘোষ প্রমুখ।

১৩-১৭ অক্টোবর ঢাকা থেকে বাগেরহাট ‘সুন্দরবন রক্ষা অভিযাত্রা’ শুক্রবার  সকালে খুলনায় এসে পৌঁছায়। বেলা ১১টায় ফুলতলা বাসস্ট্যান্ডে সমাবেশ, ফুলবাড়ী গেটে পথসভা শেষে দৌলতপুরে যাত্রা বিরতি, বিকেল ৩টায় দৌলতপুর বেবিস্ট্যান্ডে সমাবেশ, বয়রা বাজার, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এবং বিকেল ৪টায় ফেরিঘাটে পথসভা শেষে অভিযাত্রাটি শহীদ হাদিস পার্কে আসে। পরে সাড়ে ৫টায় জনসভা অনুষ্ঠিত হয়।

এছাড়া শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় সুন্দরবন রক্ষা অভিযাত্রা বাগেরহাটের অভিমুখে খুলনা শহর ত্যাগ করে সকাল ১০টায় কাটাখালীতে সমাবেশ এবং বেলা সাড়ে ১১টায় বাগেরহাটে সমাবেশের মধ্য দিয়ে সুন্দরবন রক্ষা অভিযাত্রা সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।