ভোলা: ত্রি-বার্ষিক সম্মেলনে ভোলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের বাংলা স্কুল সংলগ্ন সমিতির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
শিক্ষকদের ভোটের মাধ্যমে টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহ নেওয়াজ চন্দনকে সভাপতি ও আব্দুর রব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আবু তাহের, মীর আমির হোসেন, যুগ্ম-সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ও আবু তাহের।
এদিকে, নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছে শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠন, মানবাধিকার সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সংগঠনের কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল অঞ্চলের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. মোহাতার মিয়া।
জেলার সাতটি উপজেলা থেকে আগত শিক্ষকরা সম্মেলনে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
টিআই