ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বর্ণাঢ্য অনুষ্ঠানে শেষ হলো শিশু আনন্দমেলা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বর্ণাঢ্য অনুষ্ঠানে শেষ হলো শিশু আনন্দমেলা

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী শিশু আনন্দমেলা শুক্রবার (১৬ অক্টোবর) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এতে প্রেসক্লাব সদস্যদের চার শতাধিক ছেলেমেয়ে অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। শিশু আনন্দমেলা উপ-কমিটির আহ্বায়ক শামসুল হক দুররানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দু’দিনব্যাপী এ আনন্দমেলায় চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত, যেমন খুশি তেমন সাজো, শ্যুটিং, লুডু, দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়, পিলো পাসিং ও দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, সদস্য হাসান আরেফিন, শামসুদ্দিন আহমেদ চারুসহ ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।