ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী শিশু আনন্দমেলা শুক্রবার (১৬ অক্টোবর) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান। শিশু আনন্দমেলা উপ-কমিটির আহ্বায়ক শামসুল হক দুররানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দু’দিনব্যাপী এ আনন্দমেলায় চিত্রাঙ্কন, আবৃত্তি, সঙ্গীত, যেমন খুশি তেমন সাজো, শ্যুটিং, লুডু, দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়, পিলো পাসিং ও দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, সদস্য হাসান আরেফিন, শামসুদ্দিন আহমেদ চারুসহ ক্লাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএস/এসএস