ঢাকা: রাজধানীর ওয়ারী থানাধীন কাপ্তানবাজার ওভারব্রিজের পাশে বাস ধাক্কায় এক কবুতর পালক যুবকের মৃত্যু হয়েছে। আবদুর রহমান (৩৫) নামে ওই ব্যক্তি বিকেলে কবুতরের খাবার কিনে বাসায় ফিরছিলেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবদুর রহমানের বাবার নাম মৃত মান্নাফ ব্যাপারী। তাদের বাড়ি ফকিরাপুল গরমপানি গলিতে।
আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যান পরিচিত মো. ছোটন। তিনি বাংলানিউজকে জানান, বিকেলে বাসার কবুতরের জন্য খাবার কিনে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের বড়ভাই আবদুল মান্নান ঢামেকে এসে মরদেহ শনাক্ত করেন।
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) ওহেদুল মিয়া জানান, ঘাতক ওই বাস আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এজেডএস/আইএ