ঢাকা: রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির সামনে মোটরসাইকেলের ধাক্কায় রুনা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুনার বাড়ি পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলায়।
ঢামেক হাসপাতালে দুলাভাই রিয়াজ আহম্মেদ বাংলানিউজকে বলেন, পিডব্লিউডি’র উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন রুনা। সন্ধ্যায় এজিবি কলোনি হিন্দুপাড়া সংলগ্ন রাস্তায় একদল যুবক মোটরসাইকেল মহড়া দিচ্ছিল। এ সময় একজনের মোটরসাইকেলের ধাক্কায় সে (রুনা) গুরুতর আহত হয়।
দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সোয়া ৭টায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নিহতের স্বামীর নাম লুৎফর রহমান। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এজেডএস/জেডএস