ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের উত্তর সাটিহারি গ্রামের বিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় লোকজন বিলের মধ্যে মাছ ধরতে গিয়ে ধান ক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, অজ্ঞাত পরিচয় ওই যুবকের গলায় ও মুখে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএস