ঢাকা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনের মহড়া কক্ষে ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শংকর সাওজাল। এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল।
এছাড়াও, সাংগঠনিক প্রস্তাব পাঠ করেন ঢাকা মহানগর সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক রিপন আচার্য শিশির এবং সাধারণ প্রস্তাব পেশ করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক কংকন নাগ।
উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন ঢাকা মহানগর সংসদের সদস্যদের উদ্দেশ্যে উদীচীর ভবিষ্যত কর্মসূচি এবং কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক সুরাইয়া পারভীন। সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও অর্থ প্রতিবেদন পাশ করার মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শেষ হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এটি