ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে রামায়ণ-মহাভারত অবলম্বনে ১৫১ প্রতিমা

কাজী আব্দুল কুদ্দুস, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বালিয়াকান্দিতে রামায়ণ-মহাভারত অবলম্বনে ১৫১ প্রতিমা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামে বৃহত্তর ফরিদপুরের সবচেয়ে বড় পূজা মণ্ডপ তৈরি করা হচ্ছে। ১৫১টি প্রতিমার সাহায্যে এখানে ফুটিয়ে তোলা হবে মহাভারত ও রামায়ণের দৃশ্যসহ নানা বৈদিক কাহিনী।



স্থানীয় জামালপুর দুর্গা পূজা উদযাপন কমিটির আয়োজনে একটি পুকুরের উপর ৩ হাজার বাঁশ দিয়ে ৫০ ফুট উচ্চতার ৬ তলা বিশিষ্ট মন্দির তৈরির কাজ চলছে।

এরইমধ্যে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির ৭ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া এবং ৬ ফুট উচ্চতার শোলার মহাসুমদ্রে যোগনিদ্রায় নারায়ণের প্রতিকৃতি। চলছে দেব-দেবীর সাজসজ্জা ও রং তুলির শেষ পর্যায়ের কাজ। এ ব্যস্ততা চলবে সোমবার (১৯ অক্টোবর) ৬ষ্ঠী পূজার আগ মুহূর্ত পর্যন্ত।

জামালপুর দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পূজার প্রধান উদ্যোক্তা গোবিন্দ চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, তারা এবার পৌরাণিক কাহিনী অনুযায়ী ১৫১টি প্রতিমা তৈরি করছেন।

পূজার কয়েক দিন জেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে এখানে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী আসবেন বলে তার আশা।

তিনি জানান, ১৫১টি প্রতিমার মাধ্যমে লক্ষ্মণ শক্তি সেল, অশোক বনে সীতা, লবকুশ কর্তৃক অশ্ববধ যজ্ঞের ঘোড়া বন্ধন, বাবা-ছেলের যুদ্ধ, লবকুশ কর্তৃক হনুমানকে নিয়ে গৃহে প্রবেশ, বাল্মিকী কর্তৃক রাম লক্ষ্মণের জীবন দান, কালীর দশ রূপ, দুর্গার নয় রূপ, কুরুক্ষেত্রের যুদ্ধ, দ্রৌপদীর বস্ত্র হরণ, দুর্যোধন ও ভীমের গদা যুদ্ধ, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, অন্ধধৃত রাষ্ট্রের দিব্যজ্ঞানে কুরুক্ষেত্রে যুদ্ধ দর্শন, যুগ অবতার, মহাপর্বতে মহাদেব, মহাসমুদ্রে যোগ নিদ্রায় নারায়ণ প্রভূতি দৃশ্য ফুটিয়ে তোলা হবে।

এ লক্ষে বিগত ২ মাস ধরে দিন-রাত নিরলসভাবে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। ফরিদপুরের খ্যাতনামা প্রতিমা শিল্পী বিলাশ পাল জানান, তার সঙ্গে ১০ জন সহকারী ঠাকুর গড়ার কাজ করছেন।

কাঠ মিস্ত্রিদের দলনেতা জ্ঞাণেন্দ্র নাথ বিশ্বাস জানান, তারা ১০/১২ জনের একটি দল দিন-রাত নিরলস কাজ করছেন। তারা প্রায় ৩ হাজার বাঁশ, কয়েকশ মণ সিএফটি কাঠ, ৪০ মণ লোহা দিয়ে পুকুরের উপরে তৈরি করছেন ৫০ ফুট উঁচু ৬ তলা বিশিষ্ট মন্দির।

জামালপুর দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান কুমার ভট্টাচার্য জানান, এখানে শিশুদের বিনোদনের জন্য সাজানো হবে বনে বাঘের বিয়ের দৃশ্য। বিয়ে পড়াবে শিয়াল পণ্ডিত ও বরযাত্রী থাকবে বনের সব প্রাণী।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।

রাজবাড়ী জেলায় এবার মোট ৩৯৩টি মণ্ডপে দূর্গাপূজা উদযাপন হবে। এর মধ্যে জেলা সদরে ৯১টি, বালিয়াকান্দিতে ১৪৯টি, গোয়ালন্দে ২১টি, কালুখালীতে ৫৪টি এবং পাংশায় ৮৬টি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।