ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে মনোরঞ্জন পাল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী রেলওয়ে স্টেশন সংলগ্ন সহবেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধুলী ফেনী রেলওয়ে স্টেশন অতিক্রমকালে মনোরঞ্জন পাল ট্রেনে কাটা পড়েন। পরে মৃতদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মনোরঞ্জন পাল নোয়াখালীর কবিরহাট এলাকার গুরুচরণ পালের ছেলে। শহরের মাস্টার পাড়া এলাকায় তার ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তিনি কানে শুনতেন না বলে স্থানীয়রা জানান।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসআর