রাজশাহী: রাজশাহীতে সাংবাদিকায় তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন।
বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক (অধ্যায়ন ও প্রশিক্ষণ) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে, উত্তরা ইউনিভার্সিটির মিডিয়া বিভাগের প্রধান রহমান মুস্তাফিজ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ ও মেট্টোপলিটন প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম বাবু। পরিচালনা করেন ও আরইউজে’র সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ।
গত ১৪ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। প্রশিক্ষণে রাজশাহীর ৩৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহকারী প্রশিক্ষক তানিয়া পারভিন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএস/আইএ