ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ১০

কক্সবাজার: কক্সবাজারে সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে শেখ আব্দুল্লাহ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের দক্ষিণ রোমালিয়ার ছড়ায় এ ঘটনা ঘটে।



বন্দুকযুদ্ধে আরো ১০ জন গুলিবিদ্ধ হয়। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

নিহত শেখ আব্দুল্লাহ (২৬) সন্ত্রাসী রানা বাহিনীর সদস্য। সে রোমালিয়ার ছড়ার ওয়াদুদ মিয়ার ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাতে কক্সবাজারের সন্ত্রাসী রাহা বাহিনী ও রমজান বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ ঘটনা ঘটে। এ সময় শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। এতে ঘটনাস্থলেই শেখ আব্দুল্লাহর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।