ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির আয়োজনে সাভারের আশুলিয়ায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ছবি-কার্টুন প্রদর্শনী ও নাটক পরিবেশিত হয়।



বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির ১ম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে মাসব্যাপী শ্রমিক অঞ্চলে সমাবেশের অংশ হিসেবে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ফ্যান্টাসি কিংডমের সামনে আশুলিয়া থানা কমিটি এসব কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তা, বাঁচার মতো মজুরি এবং কারখানায় গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা ও ৬ নভেম্বর আসন্ন সম্মেলন সফল করার আহ্বান জানান বক্তারা।

বক্তারা বলেন,  শ্রমিকের জীবনের নিরাপত্তার প্রশ্নটি বর্তমানে শ্রমিক আন্দোলনের জরুরি প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি ৪৪ লাখ নারী-পুরুষ পোশাক শ্রমিকের জীবনের নিরাপত্তা দিতে সরকার ও মালিক পক্ষ ব্যর্থ হয়েছে। রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টে শ্রমিক হত্যা তারই দৃষ্টান্ত।

বক্তারা আরও বলেন, সরকার, মালিক এবং বিদেশি বায়ার এই তিন পক্ষকেই শ্রমিকের নিরাপত্তার দায় গ্রহণ করে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। অন্যদিকে শ্রমিকদেরকে সংগঠিত হতে হবে, শক্তিশালী করতে হবে শ্রমিক আন্দোলনকে। ভিক্ষুকের মতো নয় বরং মাথা উঁচু করে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে।

শ্রমিক না বাঁচলে শিল্প বাঁচবে না, উৎপাদনও বৃদ্ধি পাবে না। এই সহজ বিষয়টিকে উপলব্ধি করেই শ্রমিকদের বাঁচার মতো মজুরি নিশ্চিত করতে হবে বলেও দাবি করেন বক্তারা।

আশুলিয়া থানার আহবায়ক আমিনুল ইসলাম শ্যামার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার, সদস্য সচিব জুলহাসনাইন বাবু, শ্রমিক নেতা অঞ্জন দাসসহ স্থানীয় শ্রমিক নেতারা।

সমাবেশ শেষে রানা প্লাজা, তাজরীন গার্মেন্টসহ বিভিন্ন কারখানায় দুর্ঘটনায় নিহত শ্রমিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা রচিত এবং মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত পথ নাটক ‘জতুগৃহ’ পরিবেশন করে নাটকের দল বটতলা। ‘জতুগৃহ’ পথ নাটকটি তাজরীন গার্মেন্টে আগ‍ুনে পুড়ে শতাধিক শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে রচিত।

এছাড়াও আলোকচিত্রী আবীর আব্দুল্লাহ, রাহুল তালুকদার, শুভ্র কান্তি ও তাসলিমা আখ্‌তারের ছবি, কার্টুনিস্ট মেহেদী হক ও নাসরিন সুলতানা মিতুসহ কয়েকজন কার্টুনিস্টের কাজ প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এইচএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।