সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) জেলা বাস মিনিবাস মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা যায়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে লড়ছে দুটি প্যানেল। প্যানেলে দুটি হলো শানু-মোজাম্মেল পরিষদ এবং কেনেডি-লিটন পরিষদ।
সমিতির ১১টি কার্যকরী পদের মধ্যে যুগ্ম-সম্পাদক পদে নাজির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যে কারণে ১০টি পদে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে।
দুটি প্যানেলে মোট ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ১১৯ জন ভোটার সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করার সুযোগ পাবেন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই