সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর পৌরসভার আসন্ন নির্বাচন উপলক্ষে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সৈয়দপুর বিএনপি সূত্রে এ তথ্য জানা যায়।
প্রতিটি ফরম ৫শ’ টাকায় কিনে নিতে হচ্ছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। এই ফরম বিক্রি আগামী শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত চলবে।
ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
টিআই