ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় তারিকুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৪। এসময় তার কাছ থেকে ১শ ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার নরকোনা গ্রাম থেকে র্যাব তাকে আটক করে।
রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ র্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের নায়েব সুবেদার ডিএডি মো. শাহিন মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে তাকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএস