ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে আটক ২১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
বেনাপোল সীমান্তে আটক ২১

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  
 
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত পৃথক দু’টি অভিযানে পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।

 
 
আটকরা হলেন, ঢাকার শাঁখারী বাজারের স্বপন কুমারের ছেলে শিপলু দাস (৩০), খুলনার মুসিয়ালী গ্রামের হরমেস মোল্লার ছেলে সেলিম (২৯), যশোরের মোরারকাঠি গ্রামের রফিকুলের ছেলে রাশেদ (১৯), পাবনার সাগরকান্দি গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে  নিদি কুণ্ডু (৪৫), হারিসের ছেলে সাইদুল (১৮), কাজিপুর গ্রামের রজব আলীর ছেলে জিয়াউর (৩৬), নরসিংদীর কাটেরচর গ্রামের মনির উদ্দিনের ছেলে জালাল (৪৪), দানুয়া গ্রামের হারিস মোল্লার ছেলে ফারুক (২২), নরসিংহপুর গ্রামের গোলাম মাওলার ছেলে মিজানুর রহমান (১৮), নোয়াখালীর শ্রীপুর গ্রামের নিতাই চরনের স্ত্রী গিরীবালা (৬০), অমরপুর গ্রামের কবিরের ছেলে আমিনুল (২৬), পূর্ব লামাসি গ্রামের ওবাইদুলের ছেলে সাইদুল (১৯), নড়াইলের সুড়িগাতি গ্রামের কার্তিক চন্দ্রের ছেলে প্রসেনজিৎ দাস (২২), করলিয়া পূর্বপাড়া গ্রামের ইনজারের ছেলে নূর ইসলাম (৩০), নূর ইসলামের স্ত্রী নাজমা (২৪), হানিফের ছেলে রুবেল (৩০), পিরোজপুরের সুখলালের স্ত্রী নমিতা (৫২), লড়া গ্রামের রনজিতের স্ত্রী ঝর্ণা বাড়ই (৩০) ও সাথে ছেলে রুমিত (১১)।  
 
বিজিবি জানায়, অবৈধ পারাপারের সংবাদে সন্ধ্যায় পৃথক দু’টি অভিযান চালায় বিজিবি সদস্যরা। পৃথক এ দু’টি অভিযানে ২১ জনকে আটক করা হয়। তবে, তাদের সহযোগী দালালরা পালিয়ে যায়।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।