ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কার্যালয় সংলগ্ন সুইপার কলোনি থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বাংলানিউজকে জানান, থানার টিএসআই আবুল কাশেম ও উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সুইপার কলোনিতে অভিযান চালান। এ সময় ৫৩ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এমজেড