ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

দেবী নিবাসে ‘আলোকায়ন-পাদপ্রদীপে ঐতিহ্য’

স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
দেবী নিবাসে ‘আলোকায়ন-পাদপ্রদীপে ঐতিহ্য’ ছবি: দিপু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঐতিহ্য রক্ষার তাগিদে অঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা, গোয়টে ইনস্টিটিউট বাংলাদেশ এবং আরবান স্টাডি গ্রুপের (ইউএসজি) আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পুরান ঢাকা আলোকায়ন-পাদপ্রদীপে ঐতিহ্য’ শীর্ষক অনুষ্ঠান।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন ফরাশগঞ্জে ফ্রান্স ও জার্মানির দুই আলোকশিল্পী দেবী নিবাস আলোকায়িত করেন।



এদিন সূর্যাস্তের পর ক্রিস্টফ ব্রুয়াস এবং ফিলিপ গাইস্টের অপূর্ব আলোকায়নে ঝলমলে হয়ে ওঠে পুরান ঢাকার ঐতিহ্য দেবী নিবাস ভবনটি। মুগ্ধ করা আলোক খেলার পর সন্ধ্যা ৭টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া ছিল প্রদর্শনী।

এতে প্রধান অতিথি ছিলেন এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। আরও ছিলেন আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) তৈমুর ইসলাম।

অধ্যাপক আনিসুজ্জামান তার বক্তব্যে তুলে আনেন, পুরান ঢাকার ঐহিত্য আজ হুমকির মুখে। ঐতিহ্য সংরক্ষণ নিমিত্তে এই আয়োজন। তিনি ঢাকার প্রচীন ঐতিহ্য রক্ষার আহ্বান জানান।

ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান। আয়োজনটি শনিবার (১৭ অক্টোবর) সবার জন্য উন্মুক্ত থাকছে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫, আপডেট ০০২৮
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।