ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

এশিয়ার দেশগুলোকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান স্পিকারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এশিয়ার দেশগুলোকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান স্পিকারের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে এশিয়ার দেশগুলোকে ঐকবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

শুক্রবার (১৬ অক্টোবর) চীনের বেইজিং এ তিন দিনব্যাপী (১৪-১৬ অক্টোবর) চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির (সিপিসি) সম্মেলনের সমাপনী বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

  এশিয়ান রাজনৈতিক দলগুলো প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
 
বিকেলে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

স্পিকার তার বক্তৃতায় বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা পারস্পরিক উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করে। পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।
 
তিনি বলেন, বাংলাদেশ নিবিড় ও গতিশীল অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নে বদ্ধ পরিকর। অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।

এই সম্মেলন বিভিন্ন বিষয়ে সবার দৃষ্টিভঙ্গির নতুন দিগন্ত উম্মোচন করেছে মন্তব্য করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এটি এই অঞ্চলের গতিশীল রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি ও জনগণের  মধ্যে সেতু বন্ধনকে আরও সুদৃঢ় করবে। যা এ অঞ্চলের অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে এ অঞ্চলের প্রত্যেকটি দেশকে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করতে হবে।
 
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক  ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এ উন্নয়নের অগ্রযাত্রা শুধু অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি নারীদের অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে, সর্বোপরি মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে বাংলাদেশ ইতিমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

দারিদ্র দূরীকরণ, সামাজিক নিরাপত্তা প্রদান, দুর্যোগ ঝুঁকি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, অনানুষ্ঠানিক শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা প্রদান, খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন এবং নারীদের অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার।
 
তিনি বলেন, গ্রান্ডট্রাঙ্ক রুটের মতো সিল্করুটও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এ সিল্করুটের মাধ্যমেই যোগাযোগ হতো। কালের পরিক্রমায় এটা এখন শুধু রাস্তাই নয়, সেতুবন্ধনের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে।
 
স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সংসদ সদস্য পংকজ নাথ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নূরজাহান বেগম।
 
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।